HomeAboutEventsNotice
GBDC আজ ২৫ হাজার সদস্যের এক বিশাল পরিবার!

2024-03-19

GBDC আজ ২৫ হাজার সদস্যের এক বিশাল পরিবার!

আসসালামু আলাইকুম!


সুধী! দেখতে দেখতে আপনাদের প্রিয় গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাব (GBDC) আজ ২৫ হাজার সদস্যের এক বিশাল পরিবার!


এই পথচলায় প্রথমে আল্লাহর এর পর আপনাদের সকলের সাহায্যে জিবিডিসি অসংখ্য বার পৌঁছে গেছে অসহায় মানুষের পাশে। কোন সময় রক্ত নিয়ে, কোন সময় খাবার নিয়ে, কোন সময় শীত বস্ত্র নিয়ে, কোন সময় ঈদ উপহার নিয়ে আবার কোন সময় চিকিৎসা সহায়তা সহ সকল ধরনের সমস্যায় জিবিডিসি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে.... শত বাঁধা সত্তেও এ সব‌ই সম্ভব হয়েছে আপনাদের অকৃত্রিম ভালোবাসা ও শুভ কামনার জন্য....


আর, অসহায় দের সাহায্য করার এই গল্পগুলি আমাদেরকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে এবং এই মাইলফলক উদযাপনে সহায়তা করে। আমরা আমাদের সকল বৈশিষ্ট্যগুলির উন্নয়ন চালিয়ে যেতে ভীষণ আগ্রহী।


আমরা আশা করি মানবতার এই যাত্রায় আপনাদের সবাইকে সব সময় পাশে পাবো। জিবিডিসির সাথেই থাকুন, সামনে আসবে নতুন ভোরের গল্প ইনশাআল্লাহ। এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

Logo of GBDC
Head Office : Gournadi Blood Donor Club, Gournadi, Barishal
+8801918184091info@gbdcbd.orgFacebook.com/GBDC
Design and Developed by Aariyan Apu